হলোখানা ইউনিয়নের ভৌগলিক অবস্থাঃ-
পূর্বে- ভোগডাঙ্গা
উত্তরে- ভাঙ্গামোড় >হলোখানা ইউনিয়ন পরিষদ <দক্ষিনে- উপজেলা পরিষদ
পশ্চিমে- কাঠাঁলবাড়ী
ভৌগলিক অবস্থান
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার উত্তরহলোখানা ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী| জনশ্রুত আছে রাজার পাইক পেয়াদা ওজমিদারগন অত্র এলাকার বাজার হতে কেনাকাটা করতেন এবং অবস্থান করে জনসাধারনের খোজ খবর নিতেন এবং খাজনাআদায়করতেন।তাইরাজারহাটনামকরনহয়েছে।শত বছর ধরে ইউনিয়নটি নিজস্ব স্বকীয়তায় প্রষ্ফুটিত হয়ে সমগ্র জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।
হলোখানা ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শহর হতে০৬কিঃমিঃ দুরে এবং সদর উপজেলা হতে ০৫কিঃমিঃ দুরে অবস্থিত।সড়ক যাতায়ত করা যায়। সবুজ শ্যামল গ্রামীন পরিবেশে ইউনিয়নটির শিতল পরশ বার বারহাতছানি দিয়ে কাছে টেনে নেয়।
হলোখানা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্বস্বকীয়তা আজও সমুজ্জ্বল।অত্রইউনিয়নেরঅধিকাংশলোকজনচলিতবাংলাভাষায়কথাবলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস